KACHER JANALA BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :
কাঁচের জানালা (আরমান আলিফ) লিরিক্স |
SONG CREDITS :
■ Song : Kacher Janala
■ Singer : Arman Alif
■ Lyrics : Arman Alif
■ Music : Arman Alif
■ Label : G Series
■ Release Date : Oct 25, 2018
KACHER JANALA LYRICS IN BANGLA
" কোনো একটা সময়ে,
প্রিয় মানুষটাকে ডাকা হতো মেঘ নামে। "
সেই অনেক আগে,
একটা পুরোনো ঘরেতে,
দাগ কাটা কিছু তারিখ ছিলো দেখা হবে বলে,
কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে
ধুলো পড়ে পড়ে পুরোনো হলো,
দেখা হয়নি রে। - [ ২ বার ]
ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
কে জানি কে জানি,
কি ছিল তার মানে,
আমিহীন তার হাঁসি মুখের
কি ছিলো মানে।
এখন প্রেমিক পাড়ায় ঘুম
যত নষ্ট হওয়া ক্ষণ,
ঘুমের মতো ঘুমিয়ে গেলে
ভাঙবে তোমার ঘুম। - [ ২ বার ]
ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
ওই মেঘ নামের তারে আমি একটু ধরে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ধরা যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ধরতে দেয় না রে। - [ ২ বার ]
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ছুঁতে দে না রে।
][ সমাপ্ত ][
প্রিয় মানুষটাকে ডাকা হতো মেঘ নামে। "
সেই অনেক আগে,
একটা পুরোনো ঘরেতে,
দাগ কাটা কিছু তারিখ ছিলো দেখা হবে বলে,
কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে
ধুলো পড়ে পড়ে পুরোনো হলো,
দেখা হয়নি রে। - [ ২ বার ]
ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
কে জানি কে জানি,
কি ছিল তার মানে,
আমিহীন তার হাঁসি মুখের
কি ছিলো মানে।
এখন প্রেমিক পাড়ায় ঘুম
যত নষ্ট হওয়া ক্ষণ,
ঘুমের মতো ঘুমিয়ে গেলে
ভাঙবে তোমার ঘুম। - [ ২ বার ]
ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
ওই মেঘ নামের তারে আমি একটু ধরে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ধরা যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ধরতে দেয় না রে। - [ ২ বার ]
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ছুঁতে দে না রে।
][ সমাপ্ত ][