KHUB SOHOJ (খুব সহজ) LYRICS - ARMAN ALIF | BENGALI SONG 2018

KHUB SOHOJ BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :

khub-sohoj-by-arman-alif,khub-sohoj-by-arman-alif-lyrics,khub-sohoj-by-arman-alif-mp3-download,khub-sohoj-lyrics-arman-alif
খুব সহজ (আরমান আলিফ) লিরিক্স 
KHUB SOHOJ LYRICS BY ARMAN ALIF : Presenting ' Khub Sohoj' Bengali Song Lyrics.This song is sung By Arman Alif & also Lyrics penned By Himself.While the musics was composed BySahriar Rafat under the Banner Of DeadLine Music.The official music video of this song was featured by Ibrahim Ehsan Anonno, Samanta Shimu & Masud Rana Anik and Directed By Alamin Ahmed Mohon.






 SONG CREDITS :

■ Song : Khub Sohoj
■ Singer : Arman Alif
■ Lyrics : Arman Alif
■ Music : Sahriar Rafat
■ Label :  DeadLine Music
■ Release Date : Nov 1, 2018



KHUB SOHOJ LYRICS IN BANGLA

খুব সহজ, খুব সহজ
আমায় ভোলা রে। 
আমার কাছে কঠিন লাগে
ভুলতে তোমারে। 
তুমি আর সে দুজনাতে থাকো হাঁসিতে।
আমি কান্না দিয়েই কথা লেখি,
আমার গানেতে। - [ ২ বার ] 

যদি কখনো ফোনের স্ক্রিনে,
অথবা খুব দূরে,
আমায় দেখো ভেবে নিও দুঃস্বপ্ন সে। 

তুমি আর আমি, আমি আর তুমি,
তার মাঝে কি ঝড় !
সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,
নিলো না কেউ খবর। 

খুব শখের তুমি
তোমায় আমি ভালোবাসি খুব,
এই কথাটা শোনাবো না আমারই থাকুক।

আর ভাববো না, 
আর তোমায় লিখবো না,
তোমায় নিয়ে বিকেল বেলায় হাঁটা হবে না। 

তুমি ভুল করো না,
আমি ভুল মানি না,
তোমার ভুলের কারণ
আমায় ঘুমোতে দেবে না। 

আর ভাববো না, 
আর সন্ধ্যা হবে না,
তোমায় নিয়ে বিকেল বেলায় হাত হবে না। 

তুমি ভুল করো না,
আমি ভুল মানি না,
তোমার ভুলের কারণ 
আমায় ঘুমোতে দেয় না।

মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়,
সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়,
তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়, অপেক্ষায়। 

তুমি আর আমি, আমি আর তুমি,
তার মাঝে কি ঝড় !
সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,
নিলো না কেউ খবর। 

খুব শখের তুমি
তোমায় আমি ভালোবাসি খুব,
এই কথাটা শোনাবো না আমারই থাকুক।

কোনো আবছা ছায়াতে,
যদি আমার দেখা পাও,
সেই ছায়াটাকে কে তুমি যদি 
তোমার করে নাও। 
তবে ভুল হবে না,
আমি অন্য কারো না,
আমি এখনো তোমার আছি তুমি আমার না। - [ ২ বার ] 

মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়,
সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়,
তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়, অপেক্ষায়। 

তুমি আর আমি, আমি আর তুমি,
তার মাঝে কি ঝড় !
সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,
নিলো না কেউ খবর। 

খুব শখের তুমি
তোমায় আমি ভালোবাসি খুব,
এই কথাটা শোনাবো না আমারই থাকুক।
][ সমাপ্ত ][ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.