LOLONA (ললনা) LYRICS - SHIEKH SADI | BENGALI SONG 2018

lolona by sheikh saadi,lolona by shiekh saadi,lolona by sheikh sadi lyrics,lolona lyrics,lolona sheikh saadi

LOLONA LYRICS BY SHIEKH SADI : Presenting ' Lolona ' Bengali Song Lyrics.This song is sung By Shiekh Sadi & also Lyrics penned By Shiekh Sadi.While the music was recomposed By Sahriar Rafat, known for recomposing viral songs.The Official music video of this song was featured by Shiekh Sadi & Mariya Nooni.






SONG CREDITS :
■ Song : Lolona
■ Singer : Shiekh Sadi
■ Lyrics :  Shiekh Sadi
■ Music : Shahriar Rafat
■Acoustic Guitar: Rajib Ghosh
■ Label : CMV
■ Release Date : Nov 15, 2018



LOLONA LYRICS BY SHEIKH SADI

ও ললনা - ও ললনা - ও ললনা,
ও ললনা 
তুমি আমার মনটা বুঝো না .
ও ললনা -
তোমার সাথে আমার বনে না। 
ও ললনা - 
নাটক বুঝো, আবেগ বুঝো না। 

আমার বুকের পিঞ্জিরাতে,
ছিলো তোমার বসবাস,
তুমি মনে জায়গা দিলা না।

তোমার কাছে ছিলাম আমি,
ফ্লেক্সিলোড আর টাইমপাস,
পকেট খালি পাইনা তোর সুবাস ।

ও ললনা,
তোমার সাথে আমার বনে না।
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না।

টেডি বিয়ার বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল,
তুমি আমার কমতো খাইলা না। - [ ২ বার ] 

নিজের বেলায় ষোলআনা,
আমার বেলায় চাইর আনা,
ভালোবাসা জমা রইলো না ।

ও ললনা -
তোমার সাথে আমার বনে না।
ও ললনা - 
দেহ দিলা মনটা দিলা না

বাপের আমি ছোট পোলা,
তোমার লাইগা পকেট খোলা,
বাপের ক্যাশে হিসাব মেলে না ।

ও ললনা - 
তোমার লাগি কর্য্য মেটে না।
ও ললনা - 
তোমার লাগি কর্য্য মেটে না। 

প্রেমসাগরে ডুবাইয়া দিলা,
ঠাইতো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না,

ও ললনা - 
তোমার সাথে আমার বনে না।
ও ললনা - 
নাটক বুঝো আবেগ বুঝো না।

আমার বুকের পিঞ্জিরাতে,
ছিলো তোমার বসবাস,
সেথায় এখন গরু খায় ঘাস। 

প্রেমের নামে ছিনিমিনি,
ভালোবাসা ভণ্ডামি,
এই নীতি মোর জানা ছিলো না।

ও ললনা -
তুমি আমার কদর করলা না,
ও ললনা -
ভালোবাসার মূল্য দিলা না।
ও ললনা - 
নাটক বুঝো আবেগ বুঝো না।
ও ললনা - 
নাটক বুঝো আবেগ বুঝো না ।
][ সমাপ্ত ][


শেখ সাদি সম্পর্কে কিছু তথ্যঃ

শেখ সাদির জন্ম ১৯৯৪ সালে। তিনি উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন এবং বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। ফেসবুক ও ইউটিউবে বেশ জনপ্রিয় তরুণ গায়ক শেখ শাদী। নিয়মিত ভিডিও শেয়ারিংয়ের এ সাইটটিতে তার গান পাওয়া যায়।

‘ললনা’ নামের গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এতে কণ্ঠ দিয়েছেন শেখ সাদী। পাশাপাশি নিজেই করেছেন এর কথা ও সুরের কাজ। এর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটিতে শাদীর সঙ্গে ‘ললনা’ রূপে আছেন মারিয়া ননী।

নিজের ললনা গানটি প্রসঙ্গে গায়ক শেখ সাদী বললেন, ‘সত্যি বলতে, আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে একেবারে নবীন। সিএমভির মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা হলো। অন্যদের দোয়ায় সামনের পথটা সহজ হবে বলেই মনে হয়।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.