Tore Vule Joar Lagi | তোরে ভুলে যাওয়ার লাগি | Bangla New Song 2019 | Samz Vai | Linkkon Robin


Tore Vule Joar Lagi | তোরে ভুলে যাওয়ার লাগি | Bangla New Song 2019 | Samz Vai | Linkkon Robin


Song Credit:


Song : Tore Vule Jaowar Lagi Singer : Samz vai Lyrics & Tune : Samz Vai Rap: Linkkon Robin Mix / Master : Avoid Samz



আজ এই অবেলায় তুমি হীনা কাটেনা সময়
তুমিময় এ ভুবন

তোমাকে পেয়ে পেয়ে চায় কাছে এ মন সারাক্ষণ
কেন বোঝনা তুমি কত আপন


এই অবেলায় কার অপেক্ষায়
মন আমার কেদে যায়
আমি কি কিছুই জানি না


আমি জেনেও কি লাভ সে বোঝেনা এ অনুরাগ
তারে ভুলা তো যায় না

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধুয়ায় বোঝে আমার মন
তুই বিহনে আর ভুবনে আছে কে আপন

আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারে বার
আজ তুমি অন্য কারো জানি হবে না আমার
অতীতের কথা গুলো মনে পরে বারে বার

ভয় নেই আজ তোমাকে হারাবার
আজ আমি খুব একা নেই তোমার কোন দেখা
তুমি আছ ভাল আমায় করে দিয়ে একা
পথের বাকে খুজো আমায় পাবে তোমার পাশে ছায়া হয়ে রবো পাশে আমি তোমার কাছে

তোমায় নিয়ে গাইব গান ভালবাসার সুরে
আমি আসায় আছি একদিন তুমি আবার আসবে ফিরে আমার ছিল কত স্বপ্ন সব ভেঙ্গে দিয়েছো
বাস্তবতার দোহাই দিয়ে মনে ব্যাথা দিয়েছো


তোমার স্মৃতি গুলা কখনও ভুলে যাবার নয়
ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময়

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি

তুই ছাড়া কে বন্ধুয়ায় বোঝে আমার মন
তুই বিহনে আর ভুবনে আছে কে আপন


তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে ভুলে গেছিস অতীতের দিনের কথা


এখন কি আর আমায় ভাবিস নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে গেছিস
সুখের ঘুম ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা


কোন দিন হবো না তোর পথের কাটা
চলে যাব আমিও দূরে.....
ওমমমমমম......


তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি



তুই ছাড়া কে বন্ধুয়ায় বোঝে আমার মন
তুই বিহনে আর ভুবনে আছে কে আপন


তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি


তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি


তুই ছাড়া কে বন্ধুয়ায় বোঝে আমার মন
তুই বিহনে আর ভুবনে আছে কে আপন
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.