SONG CREDITS :
■ Song : Ghuri
■ Singer : Minar Rahman
■ Lyrics : Minar Rahman
■ Music : Minar Rahman
■ Label : Multisourcing Ltd.
■ Release Date : Exclusive
LYRICS IN BANGLA
তুমি কি, আমাকে, আজও কি
ভুলে রয়েছো? বলো ভুলে রয়েছো।
হারিয়ে পাড়িয়ে এখানে ওখানে
আমায় জানি খুঁজে চলেছো।
খেয়ালে, বেখেয়ালে, আড়ালে,
কোথায় হারালে?বলো কোথায় হারালে।
হিসেবে, বেহিসেবে,
এঁকেছি তোমারও ছবি,
দেয়ালে দেয়ালে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আকাশে - বাতাসে,
পথেরও অচিন বাঁকে,
ভালোবাসারা ডাকে।
আমিও - তুমিও - তাহারা,
ডাকে, যাহারা ভালোবাসে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো - তুমি উড়বে,
উড়াউড়ি তা-না-না-না,
পুরো শহর, এক সুতোয়,
এক সাথে মেলবে ডানা। - [ ২ বার ]
মেলবে ডানা।
আজ ঘুরে ঘুরে সব দিশেহারা,
জেগে উঠেছে ঘুমন্ত পাড়া।
মন পড়ে থাকে
অচেনা বাঁকে, চেনা ডাকে। - [ ২ বার ]
চেনা ডাকে ।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো - তুমি উড়বে,
উড়াউড়ি তা-না-না-না,
পুরো শহর, এক সুতোয়,
এক সাথে মেলবে ডানা। - [ ২ বার ]
মেলবে ডানা - মেলবে ডানা
মেলবে ডানা - মেলবে ডানা।
][ সমাপ্ত ][
ভুলে রয়েছো? বলো ভুলে রয়েছো।
হারিয়ে পাড়িয়ে এখানে ওখানে
আমায় জানি খুঁজে চলেছো।
খেয়ালে, বেখেয়ালে, আড়ালে,
কোথায় হারালে?বলো কোথায় হারালে।
হিসেবে, বেহিসেবে,
এঁকেছি তোমারও ছবি,
দেয়ালে দেয়ালে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আকাশে - বাতাসে,
পথেরও অচিন বাঁকে,
ভালোবাসারা ডাকে।
আমিও - তুমিও - তাহারা,
ডাকে, যাহারা ভালোবাসে।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো - তুমি উড়বে,
উড়াউড়ি তা-না-না-না,
পুরো শহর, এক সুতোয়,
এক সাথে মেলবে ডানা। - [ ২ বার ]
মেলবে ডানা।
আজ ঘুরে ঘুরে সব দিশেহারা,
জেগে উঠেছে ঘুমন্ত পাড়া।
মন পড়ে থাকে
অচেনা বাঁকে, চেনা ডাকে। - [ ২ বার ]
চেনা ডাকে ।
বুকের যত কথা,
মনের আকুলতা,
সব ভুলে চলনা।
ফেলে আসা অভিমান,
না গাওয়া গান,
সব ছুঁড়ে চলনা।
আমি উড়বো - তুমি উড়বে,
উড়াউড়ি তা-না-না-না,
পুরো শহর, এক সুতোয়,
এক সাথে মেলবে ডানা। - [ ২ বার ]
মেলবে ডানা - মেলবে ডানা
মেলবে ডানা - মেলবে ডানা।
][ সমাপ্ত ][
GHURI SONG BY MINAR LYRICS
Tumi Ki, Amake, Aaj-o KiBhule Royechho? Bolo Bhule Royechho..
Hariye Pariye, Ekhane Okhane,
Amay Jani Khuje Cholechho.. !
Kheyale, Bekheyale, Araale,
Kothay Harale? Bolo Kothay Harale...
Hisebe, Behisebe,
Ekechhi Tomaro Chhobi,
Deyale - Deyale..
Buker Joto Kotha,
Moner Akulota,
Sob Bhule Cholona..
Fele Asha Oviman,
Na Gawa Gaan,
Sob Chhurey Cholona..
Akashe - Batashe,
Pothero Ochin Bake,
Valobasara Dakey,
Amio - Tumio - Tahara,
Dakey, Jahara Valobase...
Buker Joto Kotha,
Moner Akulota,
Sob Bhule Cholona..
Fele Asha Oviman,
Na Gawa Gaan,
Sob Chhurey Cholona..
Ami Urbo - Tumi Urbe,
Puro Shohor, Ek Sutoy,
Ek Sathe Melbe Dana... - [ 2 ]
Melbe Dana...
Aj Ghure Ghure Sob Dishehara,
Jege Utheche Ghumonto Para,
Mon Pore Thake, Ochena Bakey, Chena Dakey... - [ 2 ]
Buker Joto Kotha,
Moner Akulota,
Sob Bhule Cholona..
Fele Asha Oviman,
Na Gawa Gaan,
Sob Chhurey Cholona..
Ami Urbo - Tumi Urbe,
Puro Shohor, Ek Sutoy,
Ek Sathe Melbe Dana... - [ 2 ]
Melbe Dana...
Melbe Dana... Melbe Dana...
Melbe Dana... Melbe Dana...
][ The End ][
এই গান সম্পর্কে সংবাদ :
মিনার রহমানের নতুন গান ‘ঘুড়ি’। গানের কথা, সুর ও সংগীত সবই মিনার রহমান নিজেই করেছেন। এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তরুণ নির্মাতা মারুফ হাসান প্রেমন। মারুফ হাসান প্রেমন এর আগে তাহসানের ‘বলছি শোনো’ গানের ভিডিও নির্মাণ করেছিলেন। ‘ঘুড়ি’ গানের মডেল হয়েছেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো’ খ্যাত তারকা বাঁধন ও মডেল আফ্রি। গাজীপুরের মাল্টি সোর্সিং লিমিডেটের বাগানবাড়িতে ১৮ অক্টোবর ২০১৮ সালে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।