যদি তুমি জানতে (মিনার রহমান ) লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Jodi Tumi Jante
■ Singer : Minar Rahman
■ Lyrics : A Mizan
■ Composition : Ahmmed Humayun
■ Telefilm : Jodi Tumi Jante (2018)
■ Label : CMV
■ Release Date : Sep 1, 2018
BANGLA
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে...
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
জলে ছুঁয়ে যায়,
চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার ? - [ ২ বার ]
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে...
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
জলে ছুঁয়ে যায়,
চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার ? - [ ২ বার ]
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
][ সমাপ্ত ][