এমন কেন হয় ( মিনার রহমান) লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Emon Keno Hoy
■ Singer : Minar Rahman
■ Lyrics : Snahashish Ghosh
■ Composition : Rezwan Sheikh
■ Label : Sangeeta Music
■ Release Date : Sep 20, 2018
BANGLA
রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু'ঠিকানায়।
যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
স্বপ্নগুলো মরে যাওয়ায়,
জীবন কষ্টভুমি।
আমার মতো করেই জানি
যাচ্ছো পুড়ে তুমি। - [ ২ বার ]
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু'ঠিকানায়।
যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।
][ সমাপ্ত ][
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু'ঠিকানায়।
যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
স্বপ্নগুলো মরে যাওয়ায়,
জীবন কষ্টভুমি।
আমার মতো করেই জানি
যাচ্ছো পুড়ে তুমি। - [ ২ বার ]
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু'ঠিকানায়।
যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ। - [ ২ বার ]
এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।
][ সমাপ্ত ][
EMON KENO HOY LYRICS
Roder Khela Cholar Kotha
Jibon Dhaka Megher Chhayay,
Eki Sathe Cholar Kotha
Du'jon Tobu Dur Thikanay...
Ja-i Ami Chaina Ken
Kichui Jeno Pabar Noy,
Amar Sathei Sobta Somoy
Emon Je Keno Hoy !
Ei Shohorer Batash Jurey
Tomar Smritir Gondho,
Kromei Jeno Asche Hoye
Amar Sash-prosshash Bondho... - [ 2 ]
Shopnogulo Morey Jaway
Jibon Kostovumi..
Amar Moto Korei Jani
Jaccho Purey Tumi... - [ 2 ]
Ei Shohorer Batash Jurey
Tomar Smritir Gondho,
Kromei Jeno Asche Hoye
Amar Sash-prosshash Bondho... - [ 2 ]
Roder Khela Cholar Kotha
Jibon Dhaka Megher Chhayay,
Eki Sathe Cholar Kotha
Du'jon Tobu Dur Thikanay...
Ja-i Ami Chaina Ken
Kichui Jeno Pabar Noy,
Amar Sathei Sobta Somoy
Emon Je Keno Hoy !
Ei Shohorer Batash Jurey
Tomar Smritir Gondho,
Kromei Jeno Asche Hoye
Amar Sash-prosshash Bondho... - [ 2 ]
Ei Shohorer Batash Jurey
Tomar Smritir Gondho,
Kromei Jeno Asche Hoye
Amar Sash-prosshash Bondho...
][ THE END ][