BANGLA FROM NISHSASH :
KENO KE JANE LYRICS BY TAHSAN :Presenting ' Keno Ke Jane ' Song Lyrics from Bioscope Original Film "Nishsash" featuring Tahsan & Mehazabien and Directed By Mahmudur Rahman Hime.This song is sung by Tahsan & Kona & Lyrics penned By Asif Iqbal.While the music was composed By Amit - Ishan under the banner Of Gaanchill Music.SONG CREDITS :
■ Song : Keno Ke Jane
■ Singer : Tahsan & Kona
■ Lyrics : Asif Iqbal
■ Music : Amit - Ishan
■ Film : Nishsash (Bioscope Originals)
■ Label : Gaanchill Music
■ Release Date : Nov 15, 2018
BANGLA
কখনো হয়নি এমন,
থেমেছে হঠাৎ,
এভাবে সব আয়োজন।
এ অপারগতা,
ব্যথা হয়ে বেজে যাবে আজীবন।
থামবেনা হৃদয়ের এই আলোড়ন,
আমার যে তোমাকেই প্রয়োজন,
আমার যে তোমাকেই প্রয়োজন।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়,
তাই বুঝি কোন কিছু
মানে না হৃদয় - মানে না হৃদয়।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
কেউ ডোবে অসম্ভবে,
কেউ সম্ভবে।
কেউ ডোবে অসম্ভবে,
কেউ সম্ভবে।
কিভাবে করি ভুলের ভেতর
আজীবন বসবাস।
আমি জেনেছি, গভীরে হৃদয়চিরে
কে তুমি কে আমার নিঃশ্বাস ।
আমি আজি ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়,
তাই বুঝি কোন কিছু
মানে না হৃদয় - মানে না হৃদয়।
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
][ সমাপ্ত ][
থেমেছে হঠাৎ,
এভাবে সব আয়োজন।
এ অপারগতা,
ব্যথা হয়ে বেজে যাবে আজীবন।
থামবেনা হৃদয়ের এই আলোড়ন,
আমার যে তোমাকেই প্রয়োজন,
আমার যে তোমাকেই প্রয়োজন।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়,
তাই বুঝি কোন কিছু
মানে না হৃদয় - মানে না হৃদয়।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
কেউ ডোবে অসম্ভবে,
কেউ সম্ভবে।
কেউ ডোবে অসম্ভবে,
কেউ সম্ভবে।
কিভাবে করি ভুলের ভেতর
আজীবন বসবাস।
আমি জেনেছি, গভীরে হৃদয়চিরে
কে তুমি কে আমার নিঃশ্বাস ।
আমি আজি ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই।
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়,
তাই বুঝি কোন কিছু
মানে না হৃদয় - মানে না হৃদয়।
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে?
আমিও যে ভেসে যাই মায়ারই টানে,
কেনো কে জানে - কেনো কে জানে।
][ সমাপ্ত ][
এই গানটি সম্পর্কে কিছু তথ্যঃ
'কেন কে জানে' শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দু'জন সংগীতশিল্পী তাহসান খান এবং দিলশাদ নাহার কনা। বায়েস্কাপ অরিজিনালের জন্য ‘নিঃশ্বাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই গানটি নির্মাণ করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতেও অভিনয় করেছেন তাহসান। তাহসানের সঙ্গে রয়েছে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গানের কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন আমিত-ঈশান।
'কেন কে জানে' শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দু'জন সংগীতশিল্পী তাহসান খান এবং দিলশাদ নাহার কনা। বায়েস্কাপ অরিজিনালের জন্য ‘নিঃশ্বাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই গানটি নির্মাণ করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতেও অভিনয় করেছেন তাহসান। তাহসানের সঙ্গে রয়েছে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গানের কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন আমিত-ঈশান।