KAR BUKETE HASO ( কার বুকেতে হাসো ) LYRICS - ARMAN ALIF | BENGALI SONG 2018

KAR BUKETE HASO BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :

kar-bukete-haso-lyrics,kar-bukete-haso-by-arman-alif-lyrics,kar-bukete-haso-mp3-song-download
কার বুকেতে হাসো লিরিক্স
KAR BUKETE HASO LYRICS BY ARMAN ALIF : Presenting ' Kar Bukete Haso ' Bengali Song Lyrics.This song is sung By Arman Alif & Lyrics planned By Arman Alif.While the music was composed By Shahriar Rafat.






SONG CREDITS :

■ Track Name : Kar Bukete Haso
■ Singer : Arman Alif
■ Lyrics : Arman Alif
■ Composition : Shahriar Rafat
■ Label : CMV
■ Release Date : Sep 17, 2018




KAR BUKETE HASO LYRICS IN BANGLA 

তুমি কার কথা মনে করে,
কার বুকেতে হাসো ?
কার ছবি মনে এঁকে,
কাকে ভালোবাসো ?
কাকে আজ ভীষণ করে
দেখতে ইচ্ছে হয় ?
কে তোমার জগৎ জুড়ে
আঁকড়ে ধরে রয় ? - [ ২ বার ] 

আজও কি মনে পরে সেই গিটার এর সুর,
নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর। 
কেউ কি পারে আমার মতো,
বাসতে ভালো খুব ?
বৃষ্টির দাগ গুনে গুনে কি
আজও থাকো নিশ্চুপ। - [ ২ বার ] 

কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ,
কে বলে রাত পাহারায় চুপটি করে থাক। 
কে পারে আমার মতো তোমায় হাসাতে,
কে পারে সুখের ঘোরে তোমায় ভাসাতে।  - [ ২ বার ] 

জানো কি আজও আমার একলা লাগে খুব
আমার রাত্রি গুলো কেড়ে নিয়ে
হও তুমি কার ঘুম ?
সেই হারানো দিন গুলো কি
ফিরিয়ে দেবে আর ?
সাজিয়ে দেওয়া পুতুল আমার
কার তুমি কার ? - [ ২ বার ] 

কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি,
কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি। 
কে দেয় আজ ক্যান্ডেল-লাইটে চুল সরিয়ে তোর,
কে বলে দেখলে তোরে লাগে কেমন ঘোর। - [ ২ বার ] 

ভাবো কি আজও থাকে কেউ দাঁড়িয়ে ?
ইচ্ছে হয় কি একটু কাঁদতে আমায় জড়িয়ে ?
খুঁজবে কি আর হারিয়ে গেলে অনেক দূরে কেউ ?
বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ।
বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ,
বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ। 
][ সমাপ্ত ][  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.