TAPUR TUPUR BY ARNAB DUTTA MP3 SONG LYRICS FROM ROSOGOLLA (2018) :
TAPUR TUPUR LYRICS BY ARNAB DUTTA FROM ROSOGOLLA (2018): Presenting ' Tapur Tupur ' Bengali Song Lyrics from the movie 'Rosogolla' featuring Nabin Chandra Das and Khirodmoni & Directed By Pavel.This song is sung by Arnab Dutta & also lyrics penned by himself.This movie is produced by renowned Bengali film Director Shiboprosad Mukherjee & Nandita Roy under the banner of Windows Production.SONG CREDITS :
■ Song : Tapur Tupur
■ Singer : Arnab Dutta
■ Lyrics : Arnab Dutta
■ Music : Arnab Dutta
■ Movie : Rosogolla (2018)
■ Label : Windows Music
■ Official Release Date : Nov 22, 2018
TAPUR TUPUR SONG LYRICS
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
রং-বেরঙের বেলোয়ারী
সাত রঙা রং মুখ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবনভরের সুখ,
রে জীবনভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু'জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু'জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টিপানে,
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হলো,
যা হতো না আগে।
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে। - [ ২ বার ]
বলি ও সজনী, -
বলি ও সজনী,
তোর হাতে যে আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
][ সমাপ্ত ][
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
রং-বেরঙের বেলোয়ারী
সাত রঙা রং মুখ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবনভরের সুখ,
রে জীবনভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু'জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু'জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টিপানে,
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হলো,
যা হতো না আগে।
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে। - [ ২ বার ]
বলি ও সজনী, -
বলি ও সজনী,
তোর হাতে যে আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবিরই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
][ সমাপ্ত ][
রসগোল্লা (২০১৮ সালের চলচ্চিত্র):
রসগোল্লা ২০১৮ সালের মুক্তি প্রতীক্ষিত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন পাভেল এবং প্রযোজনা করেছেন পোস্ত, বেলাশেষে, প্রাক্তন এবং হামি'র মতো দর্শক নন্দিত চলচ্চিত্রগুলোর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন এর ব্যানারে চলচ্চিত্রটি নিবেদন করেছেন অতনু রায়। এই চলচ্চিত্রের সংগীত আয়োজন করেছেন অর্ণব দত্ত।