GENERATION AAMI:
BHULE JEO LYRICS BY AMRITA SINGH FROM GENERATION AAMI : Presenting ' Bhule Jeo ' Bengali Song Lyrics from the movie ' Generation আমি' featuring Aparajita Adhya, Sauraseni Maitra, Rwitobroto Mukherjee, Lily Chakraborty, Shantilal Mukherjee, Agnibha Mukherjee, Nondini Chatterjee, Indrajit Deb, Deeptaroop Basu, Samita Saha, Aritra Sengupta, Abhirup Chakraborty, Pushan Dasgupta, Anusha Viswanathan, Rimita Roy Chowdhury, Rajdeep Ghosh, Runa Roy Chowdhury and Directed By Mainak Bhaumik.This song is sung By Amrita Singh & Lyrics penned By Prasen.While the music was composed By Arindom.The film is produced by Shrikant Mohta & Mahendra Soni under the banner Of SVF.SONG CREDITS :
■ Song : Bhule Jeo
■ Singer : Amrita Singh
■ Lyrics : Prosen
■ Music : Arindom
■ Movie : Generation Aami
■ Label : SVF Music
■ Official Release Date :Nov 21, 2018
BHULE JEO FULL SONG LYRICS
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
যা পেয়েছি না চাইতেই,
চেয়ে না ক্ষতিপুরন।
যা দিয়েছি না চাইতেই,
দিয়ো না তার দাম।
ভুলে যেও আমাকে !
আমারও জানা ছিলো না,
তোমার কারণগুলো।
এখনও ধুয়ে ফেলি নি,
তোমারই ফেলে যাওয়া ধুলো। - [ ২ বার ]
না বলেই চলে আসা দিনে,
কতবার জেগে উঠা যায়।
কতবার ভালোবাসা ভাঙ্গে,
আর কতগুলো নদী জুড়ে যায়।
যদি আমাকে ভালোবাসো ,
তবে কিছুটা পাশে এসো।
না কিছু মনে করো না,
যদি চাও ফেলে দিও। - [ ২ বার ]
যা পেয়েছি না চাইতেই,
চেয়ে না ক্ষতিপুরন।
যা দিয়েছি না চাইতেই,
দিয়ো না তার দাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
][ সমাপ্ত ][
কি আমার নাম - কে ছিলাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
যা পেয়েছি না চাইতেই,
চেয়ে না ক্ষতিপুরন।
যা দিয়েছি না চাইতেই,
দিয়ো না তার দাম।
ভুলে যেও আমাকে !
আমারও জানা ছিলো না,
তোমার কারণগুলো।
এখনও ধুয়ে ফেলি নি,
তোমারই ফেলে যাওয়া ধুলো। - [ ২ বার ]
না বলেই চলে আসা দিনে,
কতবার জেগে উঠা যায়।
কতবার ভালোবাসা ভাঙ্গে,
আর কতগুলো নদী জুড়ে যায়।
যদি আমাকে ভালোবাসো ,
তবে কিছুটা পাশে এসো।
না কিছু মনে করো না,
যদি চাও ফেলে দিও। - [ ২ বার ]
যা পেয়েছি না চাইতেই,
চেয়ে না ক্ষতিপুরন।
যা দিয়েছি না চাইতেই,
দিয়ো না তার দাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
ভুলে যেও আমাকে,
কি আমার নাম - কে ছিলাম।
][ সমাপ্ত ][
এই চলচ্চিত্র সম্পর্কে কিছু তথ্য :
বাবা-মা এবং সন্তানদের মধ্যে যে চিরকালীন ভুল বোঝাবুঝি এবং তাকে ঘিরে জন্মানো দূরত্ব নিয়েই গড়ে উঠেছে জেনারেশন আমি'র কাহিনী। একজন স্কুল পড়ুয়া কিশোরের (ঋতব্রত মুখার্জী) বয়স্বন্ধিকালীন সময়ের স্বপ্ন এবং তা বুঝতে না পেরে বাবা মায়ের নিজের ইচ্ছেকে চাপিয়ে দেওয়ার প্রবণতা—এই দ্বন্দ্ব ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায় ঋতব্রতের বাবা ও মা চান ছেলে আইআইটি-তে চান্স পাক, আর সে চায় গান লিখে জীবনে প্রতিষ্ঠা পেতে। তার এই স্বপ্নকে হাস্যকর মনে করে উড়িয়ে দেয় তার বাবা। ঋতব্রতর বাবা শান্তিলাল মুখার্জীই সিনেমাতেও তার বাবার ভূমিকায় অভিনয় করছেন। মায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। 'জেনারেশন আমি' পরিচালনা করছেন মৈনাক ভৌমিক এবং প্রযোজনা করেছে এসভিএফ।