BISHORJON (বিসর্জন) LYRICS - MIFTAH ZAMAN | BENGALI SONG

BISHORJON BY MIFTAH ZAMAN MP3 SONG LYRICS IN BANGLA :

Bishorjon,Bishorjon lyrics,Bishorjon by miftah zaman,Bishorjon by miftah zaman lyrics in bangla,Bishorjon by miftah zaman mp3 song download,Bishorjon by miftah zaman,Bishorjon lyrics by miftah zaman,Bishorjon lyrics bangla by miftah zaman
BISHORJON LYRICS BY MIFTAH ZAMAN : Presenting ' Bishorjon' Bengali Song Lyrics.This song is sung by Miftah Zaman & Lyrics penned By Tushar Hasan.While the tune & Music composed by Miftah Zaman.This is a track of the Album ' DEETIA'.








SONG CREDITS :
■ Song : Bishorjon
■ Singer : Miftah Zaman
■ Lyrics : Tushar Hasan
■ Music : Miftah Zaman
■ Tune : Miftah Zaman
■ Label : G-Series 
■ Release Date : Nov 16, 2018


BISHORJON BY MIFTAH ZAMAN LYRICS

কিছু কিছু আবেগ আছে,
যা ঝরে যেতে দিতে হয়।
এমন অনেক স্বপ্ন আছে,
যা ভেঙ্গে যেতে দিতে হয়। - [ ২ বার ] 

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 

সৈকতে যে নাম লিখছো
 অতি যতনে,
ভেসে যাবে তা হয়তো
জোয়ারের টানে। - [ ২ বার ] 

মুঠো মুঠো ইচ্ছে কিছু,
যা পুড়ে যেতে দিতে হয়।
এমন অনেক গল্প আছে, 
যা শেষের পরেও বাকি রয়। - [ ২ বার ]

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 

আকাশে যে ছবি আঁকছো
আপন মনে,
ঢেকে যাবে তা হয়তো
চন্দ্রগ্রহনে। - [ ২ বার ] 

বুকে জমা কথা কিছু,
যা চাপা রেখে দিতে হয়।
গানের খাতার কিছু গান,
সে তো সুর হারা হয়ে রয়। - [ ২ বার ] 

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়। 
][ সমাপ্ত ][


মিফতাহ জামান সম্পর্কে কিছু তথ্যঃ

মিফতাহ্ জামানের জন্ম ২২শে সেপ্টেম্বর একজন বাংলাদেশী আধুনিক, নজরুল ও ধ্রুপদী সংগীতশিল্পী ও সুরকার। ২০১০ সালে সারাহ বিল্লাহর সাথে যৌথভাবে তার প্রথম অ্যালবাম শুধু তোমাকে মুক্তি পায়। এই এই অ্যালবামের গান "চির অধরা" এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। ২০১১ সালে সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে শিহরণ অ্যালবামে টাইটেল গানে কন্ঠ দেন। এরপর ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম দ্বিতীয়া মুক্তি পায়। এই অ্যালবামের “প্রাপ্তি শূণ্য” গানটির জন্য তিনি ২০১৩ সালে আধুনিক গান বিভাগে সিটিসেল চ্যানেল আই মিউজিক পুরস্কারের জন্য মনোনীত হন। এছাড়াও তিনি বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে কন্ঠ দিয়েছেন। ২০১৪ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম "আদরের শুকতারা" মুক্তি পায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.